সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে অপরাধ কর্মকাণ্ড বন্ধে নতুন এসপির জিরো টলারেন্স ঘোষণা 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অপরাধ কর্মকাণ্ড বন্ধে নতুন এসপির জিরো টলারেন্স ঘোষণা 

নীলফামারীতে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিয়ে, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন নবাগত পুলিশ সুপার মো. গোলাম সবুর। শনিবার (১৫ জুলাই) পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস্) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী-জলঢাকা সার্কেল) মো. মোস্তফা মঞ্জুর (সেবা), ডিআইও ওয়ান আব্দুর রাজ্জাক, নীলফামারী সদর থানার ওসি খান মো. শাহরিয়ার, ডিবি ওসি রওশন কবীর, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আল-আমিন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাগর আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।

টিএইচ